Meow Sadia!

What Hooman of Bee expressed:
সায়েন্স বী'র অন্যতম নক্ষত্র তুমি! আমার কাছে সবসময়ে আজ ৩ বছর ধরে, সায়েন্সবীর যেকোন কাজে যে নামটা সবার আগে মাথায় আসে সেটা "সাদিয়া"! অনেক বেশি ভালো থাকো,সুস্থ থাকো এই কামনা করি prettiest sunflower🌻🌻
প্রিয় সাদিয়া আপু, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা৷ আমি "সায়েন্স বী"-তে একেবারেই নতুন হওয়ায়, আপনার সম্পর্কে খুব একটা সেভাবে জানা হয়নি। তবে যতটুকু একসাথে কাজ করেছি, মনে হয়েছে আপনি খুব প্রাণবন্ত, ফ্রেন্ডলি, বিনয়ী এবং কাজের প্রতি নিবেদিত একজন মানুষ। সামনের দিনগুলোতে হয়তো আরো অনেক জানতে পারবো আপনার সম্পর্কে, শিখতে পারবো আপনার মতো হার্ডওয়ার্কিং মানুষের কাছ থেকে।
আপনার আগামীর দিনগুলো হোক আরো বেশি প্রাণবন্ত ও আনন্দময়!
ওহ্ হ্যা, শুভ জন্মদিন!
সাদিয়া আপু,
আপনি ঝিনুকের লুকানো মুক্তোর মতো, সুপ্ত,উজ্জ্বল ও অমূল্য। 'সায়েন্স বী' গ্রুপটাকে নতুন করে গড়ার কাজে আপনার অবদান অনস্বীকার্য। বছরও ঘোরেনি এই গ্রুপের সাথে, আপনার সাথে তেমন কাজও করা হয়নি,তবুও যেটুকু জানি! স্পষ্ট কথার মানুষ, সবার প্রিয় সাদিয়া আপু। সবাই বলে ও পজেটিভ (O+)। আপনার লেখার ধরন সবার নজর কাড়ে। আপনার কাজের প্রতি "ডেডিকেশন" অত্যন্ত প্রশংসনীয়। মোট কথা আপনি কাজ দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। আশা করি এভাবেই আমাদের গ্রুপটাকে আরও সমৃদ্ধ করে তুলবেন।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু। আপনি সাফল্যকে নয় সাফল্য আপনাকে অর্জন করুক।
শুভ জন্মদিন সাদিয়া। সায়েন্স বীতে অনেকদিন থেকেই একসাথে কাজ করছি। আশা করি যতদিন সায়েন্স বি তে আছি একসাথেই কাজ করবো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
শুভ জন্মদিন আপু। আপনার সাথে আমার পরিচয় হয় ইনফর্মালি। প্রথমে আপনাকে যতটা কঠিন মানুষ ভাবতাম, বী-তে জয়েন করার পর দেখলাম আপনি আসলেও সেইরকমই কঠিন মানুষই, সবকিছুই তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করেন। তবে আপনি সুপার ফ্রেন্ডলি। বী-তে খুব কম মানুষই আছে যাদের সাথে আমি পার্সোনাল ব্যাপারেও কথা বলি, তার মধ্যে আপনি একজন। আপনি আমার সিনিওর টীমমেট এর ঊর্ধ্বেও বড় আপু লাগেন, যার কাছে আমি যেকোনো সমস্যায় ছুটে যেতে পারি। আপনার এই বিশেষ দিনে একটাই দোয়া করতে পারি, আপনার ভবিষ্যৎ মনের আশা পূর্ণ হোক, আর আপনার ধৈর্য্যের অর্ধেক যেন আমারও হয়। ভালো থাকবেন, এবং আমি আকাজ করলে সংশোধন করে দিয়েন :3
শুভ জন্মদিন সাদিয়া আপু💖সূর্যের মতো উজ্জ্বল হোক আপনার জীবন। সুন্দর ও প্রাণবন্ত হোক আপনার জীবনের প্রতিটি মুহূর্ত। এভাবেই সায়েন্স বী কে এগিয়ে নিয়ে যান ও আমাদের পাশে থাকুন সবসময়। আপনার সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর।
শুভ জন্মদিন সাদিয়া আপু।
শুরুর সময় থেকে এই অব্দি সায়েন্স বী কে অত্যন্ত যত্ন আর দক্ষতায় আগলে রেখেছেন আপনি। ছোটো থেকে বড় সব ভুলগুলোকে শুধরে দিয়ে আমাদের কাজগুলো আরো সহজ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।আপনার মতো একজন আন্তরিক মানুষের সাথে কাজ করতে পারাটা অত্যন্ত আনন্দের। আশা করি এভাবেই আমাদের সবসময় গাইড করে যাবেন।
জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইলো।
দায়িত্ব তো নিতে পারে অনেকেই!
কিন্তু সবাই দায়িত্ব পালন করতে পারেনা।
আর পারলেও সবাই প্রাঞ্জলতা ধরে রাখতে পারেনা।
আপনার মাঝে উভয়ের দারুণ মিশেল দেখেছি!
চিরকাল এমনি থাকুন এই শুভকামনা।
জীবন হোক সুন্দর আর সাফল্যমণ্ডিত।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাদিয়া।
জীবনের উজ্জ্বল আনন্দ আপনার পথকে আলোকিত করুক। প্রতিদিনের যাত্রা আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে আসুক।অতীতে আপনি যে আনন্দ ছড়িয়েছেন তা এই দিনে
আপনার কাছে ফিরে আসুক।শুভ জন্মদিন ❤️
শুভ জন্মদিন সাদিয়া আপু 💝💝আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমার কাছে আপনি একজন সম্মানিত ব্যক্তি। দোয়া করি আপনার সমস্ত স্বপ্ন সত্যি হোক 🧡 আপনার পড়ালেখার পাশাপাশি আপনি পরিবার এবং সমাজের জন্য ভালো করতে থাকুন। আপনার ভবিষ্যত পথচলা সুন্দর হোক এবং জীবনে সফলতা অর্জন করুন। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। সবসময় সুস্থ- হাসিখুশি থাকুন, ভালো থাকুন এবং সমস্ত স্বপ্ন সত্য করুন 💖💖
শুভ জন্মদিন আপুউ।
আপনার জীবনের সকল মলিনতা ধুয়ে যাক এবং পৃথিবীর সকল সফলতা আপনার হোক।
অনেক অনেক ভালো থাকবেন।
A million magic wishes to you, have a spectacular time and this year surprise you with full of joy and happiness 💖
You are a wonderful person. Your commitment to work is very encouraging to us. This is how you move forward in life and always smile and be happy. 🎂🎉🎁
Dear Sadia apu,
"Happy birthday! Here's to another year of successfully evading age and responsibility like a pro. May your wrinkles be as few as the candles on your cake, and may your cake be as sweet as your revenge on your enemies. Keep up the good work, best of luck for your future.💞"
Wishing you the best on your special day!!!I am really lucky that i got the opportunity to work with Awesome people like you 💗💗💗.May Allah grant you those wishes which are best for YOU...
সাদিয়া আপু,
শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন। আমার কাছে মনে হয়, বয়সের তুলনায় বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। তাই, জন্মদিনটি আমাদের জীবনে খুব তাৎপর্যপূর্ণ। আজ আপনার জন্মদিন। দিন বাড়ার সাথে সাথে আমার সাহিত্যজ্ঞানের ঘাটতি(নাকি উন্নতি!)হচ্ছে কিনা বুঝছি না। ভেবেছিলাম অনেক লম্বা কিছু লিখব, কিন্তু হয়তো আমার শব্দ ভাণ্ডারে ঘাটতি পড়েছে! যাহোক। নদীর স্রোতের মতো চলমান আমাদের এই জীবনে
ফি বছর একটি করে জন্মতিথি আসে আর আমাদের জীবনের ঝুলিতে আরোও একটি করে বছর যুক্ত হয়; বয়সে, অভিজ্ঞতায়, অ্যাডভেঞ্চারে, কাজ-কর্মে সবখানেই! তাই, প্রার্থনা করি, এই সসীম জীবনের নতুন বছরটি আরোও বেশি প্রাণবন্ত, উজ্জ্বল, উচ্ছ্বাসময় হয়ে উঠুক। হোক আরোও সুন্দর, সচল, অর্থপূর্ণ এবং কর্মময়। সর্বদা ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আবারোও শুভ জন্মদিনের শুভেচ্ছা।
Science Bee তে কাজ করা প্রতিটা মানুষই দামী, তবে তার মধ্যে আপনি অন্যতম। সায়েন্স বি তে আমাদের সবার থেকে আপনার পরিশ্রমটা অনেক বেশি লাগে। আপনার এই পরিশ্রমই আমাদের সামনে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করেছে। আজকে সায়েন্স বি'র সেই মূল্যবান মানুষটির বিশেষ এই দিনের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা এবং আরো সামনে এগিয়ে যাওয়ার দোয়া, ভালো কিছু পাওয়ার দোয়া, যা আপনি deserve করেন আল্লাহ যেন আপনাকে সেগুলো দান করে। যদিও জীবনে এরকমটা সবক্ষেত্রে হয় না, তাই বলবো যেটাই জীবনে আসে সেটা যেন আপনাকে মানিয়ে চলার তৌফিকও দিয়ে দেয়। আপনি সায়েন্স বি'র জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য আপু। এভাবে সবসময় আমাদের পাশে, সায়েন্স বি'র পাশে থাকেন। এখন এই উইশের মাঝে আমাদের বানান ভুল আছে কিনা চেক করা শুরু করবেন না 🫠 এডিট করা লাগবে না। আমার পক্ষ থেকে রইলো আপনার জন্য অনেক অনেক অনেএএএএএএএক হাতি পাদের শুভেচ্ছা 🐘🌫️ 😂
হ্যাপি বার্থডে সাদিয়া আপু, আপনার আজকের দিনটা অনেক অনেক enjoy করেন।
আসসালামু আলাইকুম সাদিয়া আপু।শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের জীবনকাল খুব সংক্ষিপ্ত। তাকে উজ্জ্বল করে তোলাই আমাদের কর্তব্য। তাই প্রন্থনা করি আগামী দিনগুলো যেনো খুব সুন্দর ও আলোকিত হয়।শুভ কামনা নিরন্তর।
হ্যাপি বার্থডে আপুউউউউউ, তোমার সাথে আমার প্রথম কথা হয় সিএ ইন্টারভিউতে আর সত্যি বলতে আমি তখন তোমাকে আমার সমবয়সী ভাবসিলাম🥲। যদিও পরে টীমে কাজ করতে গিয়ে তোমার হাবভাবে সিনিয়র সিনিয়র লাগে নাই এত্তো ফ্রেন্ডলি তুমি🥺।
আর থ্যাঙ্কিউ আমাদের এইভাবে গাইড করে করে ভুলগুলো ঠিক করে দেয়ার জন্য। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করুক আর সবসময় এমন সুইট রাখুক। এগেইন হ্যাপি বার্থডে ❤️🌷
প্রিয় সাদিয়া আপু,আজকাল চিঠি লেখার প্রচলন নেই, তাও লিখছি। কাগজের পাতায় লিখলে হয়ত আরও ভালো হতো। কিন্তু জানোই তো বিজ্ঞান আমাদের দিন দিন কাগজ থেকে দূরে নিয়ে যাচ্ছে। যাইহোক মনে মনে ধরে নিও লেখাটা কাগজেই লিখেছি আর এই সুন্দর ওয়েবসাইটটা হলো পোস্টবক্স। ঘুম থেকে উঠেই দেখলাম তোমার নাকি জন্মদিন। জন্মদিন শব্দটা যখনই আসে তখনই মাথায় আসে কেক, বেলুন, মোমবাতি আরো কত্ত কি! কিন্তু এমন কারো জন্মদিন হয়তো আমার জীবনে প্রথম যেখানে জন্মদিনের শুভকামনা ওয়েবসাইটে লিখছি। যাইহোক জন্মদিন মানে হলো এই দিনেই তুমি জন্ম নিয়েছিলে, প্রতিবছর ঘুরে এই দিনটা আবার আসবে। কিছু মানুষ থাকবে যাদের এই দিনকে ঘিরে অনেক প্লান পরিকল্পনা থাকবে। তুমি অনেক লাকী যে ''সাইন্স বী টীম'' নামে তোমার জীবনে এমন কিছু মানুষ আছে। আমিও হয়তো যার ক্ষুদ্র একটু অংশ। যাইহোক তোমার সম্পর্কে তেমন কিছু জানা হয়নি বা সুযোগ হয়নি। কিন্তু এতটুকু জানি তুমি সাইন্স বী'র গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন যেমন সবাই মিলে সারপ্রাইজ দিলাম পরেরবার হয়ত তোমার ক্যাম্পাসে গিয়ে সারপ্রাইজ দিবো। ইসসস সারপ্রাইজটা এখনই বলে ফেললাম! যাইহোক সবসময় সুস্থ থেকো, জীবনে প্রতিটা দিন জন্মদিনের মত শুভ হোক এটাই কামনা।
Happy Birthday Sadia apu..
Your leadership and dedication to our platform inspire us every day and we feel grateful to have you as our mentor and guide. Your passion for science and education has motivated us to strive for excellence and make a positive impact in the world. Thank you and wish you many many happy returns of the day!
শুভ জন্মদিন সাদিয়া আপু 🥳🥳🥳
অন্বয় ভাইয়ার পর সায়েন্স বী তে আপনার সাথেই বেশি কথা হয়েছে,গ্রুপের কাজে যখনই আপনাকে নক দিয়েছি আপনি সবসময়ই সাহায্য করেছেন। যদিও আপনার সাথে আমার সরাসরি দেখা হয়নি তারপরও ছবিতে আপনাকে দেখেছি, আপনার মিষ্টি হাসিটা আমার অনেক ভালো লাগে আপু। আপনি অনেক ইন্সপায়ার করেন এটা আমার অনেক ভালো লাগে। এভাবেই থাকবেন আপু, আর অনেক অনেক দোয়া আপনার জন্য 🧡🧡🧡
Happy Birthday To The Most Supportive And Kindest Group Senior Of Our Group Sadia ApuMay Your Special Day Be As You Are!!💞💞
Happy birthday to dear Sadiya🤍
On your special day, I want to wish you the very best that life has to offer! May this birthday be the start of a new year filled with happiness, success, and all your heart desires..🌸
May you be blessed with good health, loving relationships, and a fulfilling life..🌸
May your dreams be bigger than your fears, your actions louder than your words, and your faith stronger than your feelings... 🌸
May your day be filled with love, laughter, and all the things that bring you joy...🌸
May this new year of your life be full of new adventures, wonderful experiences, and precious memories...🌸
May you be surrounded by the people you love and may all your dreams come true...Here's to another amazing year of your life - again happy birthday!❤️
প্রিয় সাদিয়া আপু,জন্মদিনের শুভেচ্ছা নিবেন। সায়েন্স বী'র মাধ্যমে আপনার সাথে পরিচয়ের প্রায় ৩ বছর ধরে। কত্ত জলদি যে এই ৩টা বছর কেটে গেল তা ভাবাই যায় না! এই সময়ে অনেক মানুষ সায়েন্স বী'তে এসেছে, আবার অনেকে চলেও গেছে। অনেক সাথে হয়তো কাজ করার সুযোগ হয়েছে, আবার অনেকেই সাথে হয়নি। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে যতজনের সাথে মেশার সুযোগ পেয়েছি তাদের মধ্যে আপনি নিঃসন্দেহে সবচেয়ে বেশি ডেডিকেটেড। এক সাথে এতকিছু সামলে যে সায়েন্স বী'র পিছনে এতটা সময় দেন তা আসলেই অবাক করার মত। শুধু যে সময় দেন তাই নয় আপনাকে যে কাজ দেওয়া হয় বা যেটাই করেন সবগুলোতেই যেন আপনি সমান দক্ষ। মাঝেমধ্যে মনে হয় আপনার মত এমন সবকিছু যদি গুছিয়ে করতে পারতাম। যাক গে আশা করি সামনে আপনার সাথে আরো দেখা হবে, আরো নতুন নতুন কাজ করতে পারবো আপনার সাথে৷ ট্রিট পাওনা রইলো আপু। 😋জন্মদিনের জন্য আবারও শুভেচ্ছা! ❤️
তোমার অবদানের বিপরীতে এতোটুকু তো করায় যায়!
This isn't the End. Yours truly, Team Science Bee.



